শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু, শনাক্ত ৯৩

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত তিন জনের মৃত্যও হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ৯৩। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫১ জনে। মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২০ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ রয়েছেন ৬২৩ জন। সোমবার (২৬ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৪ জন, কচুয়ায় ৩, চিতলমারী ৪, ফকিরহাটে ৭, মোল্লাহাটে ১, রামপালে ৪, মোংলায় ৫, মোরেলগঞ্জে ৮ এবং শরণখোলা উপজেলায় ১৭ জন রয়েছে। মৃতদের মধ্যে শরণখোলায় ২জন এবং মোল্লাহাটে একজন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে তিন জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। আমরা চেষ্টা করছি মানুষকে স্বাস্থ্য বেধে মান্য করাতে এবং ঘরে থাকতে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণের হার কমবে বলে দাবি করেন তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন