শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১১৫ জন। জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৭ দশমিক ৩৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৮ জন। এসময় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪১ জন, শরণখোলায় ২০ জন, মোরেলগঞ্জে ১৮ জন, মোল্লাহাটে ১১, ফকিরহাটে ১০ জন, চিতলমারীতে ৯ জন, মোংলায় ৪ জন ও কচুয়া উপজেলায় ২ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১১৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৭ দশমিক ৩৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৫৮ জন।

করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন