শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় গাঁজাসহ নারী আটক

মোংলা প্রতিনিধি

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ বেবী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুড়িয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।

মোংলা যৌথ বাহিনীর ইনচার্জ মোংলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজ বংশী জানান, গোপন সংবাদের সূত্র ধরে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় বেবী বেগম নামের এক মাদক ব্যবসায়ী ঘর কটন করলে সে সময় ঘর থেকে পালানোর চেষ্টা করলে মোংলা থানার মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার ঘর তল্লাশী করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

এর আগেও বেশ কয়েকবার মাদক ব্যবসায়ী বেবী বেগমকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। মোংলা থানার তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের সাজার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ, পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ নৌবাহিনী, কোষ্টগার্ড ও মোংলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন