শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে কঠোর লকডাউনের মধ্যেও সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা
রাখা, যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত মোট ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলা এবং তাদের নিকট হতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতী কাশেম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলা দায়ের ও জরিমানা আদায় করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ ইস্ট বেংগল ২৮ পদাতিক ব্রিগেড শেখ হাসিনা সেনানিবাস বরিশাল এর কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আশিক এর নেতৃত্বে সেনা সদস্যরা আদালতকে সহযোগীতা করেন। ফকিরহাট সদর বাজার ও কাটাখালী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বেশ কিছু অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন