মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশ গেমস ফুটবলে খুলনার ড্র

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর ফুটবল ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। আগামী ১ এপ্রিল ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গেমস চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

রবিবার (২৮ মার্চ) কুমিল্লা ভেন্যুতে কুমিল্লা জেলা স্টেডিয়ামে খুলনা জেলা ফুটবল দল নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। তারা ১-১ গোলে ড্র করেছে নেত্রকোনা জেলা ফুটবল দলের সঙ্গে। খেলার প্রথমার্ধে গোলশুণ্য বিরতীতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের ৪মিনিটে গোল করে খুলনাকে এগিয়ে নিয়ে যায় বনি। খেলার শেষ মিনিটে নেত্রকোনা গোল করে খেলায় সমতা আনে।

খুলনা জেলা দল : মেহেদী, বনি, শিমুল, তপু, সজল, নাজমুল, নাঈম, তসলিম, সুজন, পুষ্পক ও আরিফ। কোচ মনির শেখ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন