Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বকাপ সুপার লিগের প্রথম সিরিজ আজই চায় ইংলিশরা

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরবর্তী সময়ের প্রথম ওয়ানডে সিরিজ, যেটি আবার ওয়ানডে সুপার লিগেরও ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে নিতে পারলেই সিরিজ চলে আসবে ইংল্যান্ডের দখলে। শনিবার সাদাম্পটনের রোজ বোলে খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের ব্যাটিং বড় ধাক্কা দিয়েছিল তাদের। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে তারা। সিরিজ বাঁচিয়ে রাখতে আজ তাদের জিততেই হবে। তবে ইংল্যান্ড চাইবে দূর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে এ দিনই সিরিজ জিতে নিতে। তবে জো ডেনলির সিরিজ থেকে ছিটকে যাওয়াটা ইংল্যান্ডের বড় ধাক্কা। প্রথম ম্যাচের আগেই তিনি ছিটকে গিয়েছিলেন। যদিও তা ইংল্যান্ডের জয় আটকাতে পারেনি। আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম সিরিজ ছিল এটিই।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন