শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

বিশ্বকাপে খেলা নিয়ে ভোটিংয়ে যেতে চায়নি বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

তাহলে কি বাংলাদেশের টি২০ বিশ্বকাপ খেলা হবে না? বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ? আইসিসির মিটিংয়ের শুরুতে বিসিবি থেকে ভারতে খেলতে না যাওয়ার যুক্তি তুলে ধরা হয়। নিরাপত্তার ইস্যু সামনে আনা হয়। প্রস্তাবও দেওয়া হয় গ্রুপিং বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার। প্রয়োজনে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের কাউকে গ্রুপিং বদলের প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু কে জানত শ্রীলঙ্কা আপত্তি জানাবে তাতে। বাংলাদেশের সব যুক্তি খারিজ হয়ে যাবে আইসিসির টেবিলে।

আইসিসির অ্যাপেক্স বোর্ডের মিটিংয়ে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে যে ভোটিং হবে, সেটাও ভাবেনি বিসিবি। এমনকি বিসিবিপ্রধান ভোটিংয়েও যেতে চাননি। কিন্তু গতকাল সেই মিটিংয়ে অবশেষে ভোটিং করেই বাংলাদেশের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ‘বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে চায়। বাংলাদেশ সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কিন্তু আমরা মনে করি না, ভারতে আমাদের খেলোয়াড়রা নিরাপদ। আমরা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বলেছিলাম। আমরা বলেছিলাম যে, আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সাথে অদলবদল করতে পারি। এটিই সবচেয়ে সহজ উপায় হতে পারত। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে যে, তারা তাদের গ্রুপে নতুন কোনো দল চায় না। ভোটের পর আমি তাদের বলেছিলাম যে, আমি আমার সরকারকে জানানোর জন্য একটি শেষ সুযোগ চাই। তারা বলেছে, এটি একটি যৌক্তিক পয়েন্ট এবং আমাকে তাদের কাছে ফিরে আসার জন্য ২৪ বা ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।’ গতকাল রাতে এভাবেই আইসিসি মিটিংয়ের কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির টেবিলে ভোটাভুটি হলে পাকিস্তানকে পাশে পাবে বিসিবি, সেটা জানাই ছিল। কেননা, এর আগে পিসিবি থেকে বিসিবিকে সমর্থন জানিয়ে ইমেইল করা হয়েছিল। বিসিবি থেকেও আশা করা হয়েছিল পিসিবিও বাংলাদেশের ব্যাপারে তাদের বন্ধু দেশগুলোর সমর্থন পাবে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ১৫ ভোটের মধ্যে বিসিবির পক্ষে দুটি ভোট পড়েছে। নিজেদের সমর্থনের বাইরে শুধু পিসিবি বাংলাদেশের প্রস্তাবে সায় দিয়েছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ছাড়াও আইসিসির সহযোগী দেশের দুই প্রতিনিধি বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

এর বাইরে আইসিসির চেয়ারম্যান জয় শাহের ভোটটিও বাংলাদেশের বিপক্ষে যায়। এই অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা একরকম বাতিলই হয়ে যায়। যদিও আইসিসির কাছ থেকে সময় চেয়ে নিয়ে অলৌকিক কিছুর আশা করছেন বিসিবিপ্রধান। ‘আমি আইসিসির কাছ থেকে অলৌকিক কোনো কিছু আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। দেড় ঘণ্টা ধরে মিটিং চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি। আমরা সরে দাঁড়িয়েছিলাম।’

তবে বিসিবিপ্রধান আবারও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপার সরকারের স্পষ্ট অবস্থানের কথা জানান। ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি, ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি, আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব। আমি সরকারের মতামত আইসিসিকে জানব। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না, সবার কথা বিবেচনা করে।’ তবে গতকালের আইসিসির পাঠানো বার্তার পর সত্যিই অলৌকিক কিছু ছাড়া বাংলাদেশের আর এবার টি২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন