শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

ক্রীড়া প্রতি‌বেদক

ফুটবল হোক কিংবা ফুটসাল, ক্রিকেটে বড়দের মুখোমুখি হোক কিংবা ছোটদের– প্রতিপক্ষ যখন ভারত তখন স্নায়ুর লড়াই হবেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন উত্তাপের মাঝেই দুই দলের যুব ক্রিকেটাররা মুখোমুখি হয়েছে বুলাওয়েতে। শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা দেড়টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হয়েছে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার সহঅধিনায়ককে টস করতে পাঠান। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহঅধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

এই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল আকবরদের বাংলাদেশ। এবারও শ্রেষ্ঠত্বের মুকুট ফিরিয়ে আনার লক্ষ্য আজিজুল হাকিমদের। সেভাবেই প্রস্তুতি নিয়ে জিম্বাবুয়ে গেছেন তারা। যদিও গত ডিসেম্বরে এশিয়া কাপে প্রত্যাশা পূরণ হয়নি তাদের। দুবাইয়ে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন তারা।

জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল, কালাম, রিজানদের নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ মন্দ নয়। এশিয়া কাপে তারা শ্রীলঙ্কা, আফগানিস্তানকে হারিয়েছিলেন। বোলিংয়ে ইমন, সাদ, সামিউন, শাহরিয়াররাও ফর্মে আছেন। গত দুই বছরে দলটির মধ্যে দারুণ একটি বন্ধনও তৈরি হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড।

ভারতীয় এই দলটির অন্যতম শক্তির জায়গা তাদের ওপেনার বৈভব সূর্যবংশী। বছর পনেরোর এই কিশোর এরই মধ্যে দ্রুত রান তোলায় বেশ কিছু রেকর্ড গড়েছেন। যদিও রাইজিং এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সফল ছিলেন না তিনি। তবে যুব দলের হয়ে এই প্রথম বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে হবে তাঁকে। বয়সভিত্তিক লড়াইগুলোতে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে জোর টেক্কা দিতে দেখা গেছে বাংলাদেশকে। ২০২৪ এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সেই ম্যাচের পারফর্মার পেসার ইকবাল হোসেন ইমন বর্তমান দলেও রয়েছেন। তাঁর আগের বছরও সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল। ইতিহাস বলছে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রজন্মের পর প্রজন্মের মুখোমুখি লড়াই হয়েছে মোট ২৬টি ম্যাচে; যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র ছয়টি। তার বেশির ভাগই সাম্প্রতিক সময়ে এবং নকআউট পর্বে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে সব দলের মধ্যেই সবচেয়ে বেশি স্কোরের মালিক বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। বছর উনিশের ব্যাটার আজিজুল এ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩২টি ম্যাচ খেলে ১০৬৭ রান করেছেন। তালিকায় তার পরেই রয়েছেন বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরার, ২৯ ম্যাচ খেলে যার মোট রান ১০৩৮। তৃতীয়তে রয়েছেন ভারতের ওপেনার বৈভব, সে ১৯ ম্যাচ খেলে রান করেছে ৯৭৫।

বাংলাদেশের রিজান তারপরেই, ৩১ ম্যাচ খেলে করেছেন ৮৮৭ রান। সুতরাং অভিজ্ঞতায় অন্য সব দলের চেয়ে এগিয়ে থাকবেন বাংলাদেশি ব্যাটাররা। একইভাবে বোলারদের মধ্যেও সেরা তিন উইকেট শিকারি বাংলাদেশের। ইকবাল হোসেন ইমন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এ পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৪৫ উইকেট নিয়েছেন, ৪৩ উইকেট নিয়ে তারপরেই আল ফাহাদ এবং শামিউর বশির ২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়তে। তাই আজকের ম্যাচে স্নায়ুর লড়াইয়ে অন্তত এগিয়ে থাকার কথা বাংলাদেশ দলের।

 

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন