খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শাহ্ সিমেন্ট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্টর রবিবার (১১ জানুয়ারি) কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টাইব্রেকারে ইসিই ৩-২ গোলে ইইই ডিপার্টমেন্টকে, সিই ডিপার্টমেন্ট ২-০ গোলে এমটিই ডিপার্টমেন্টকে, টাইব্রেকারে আইইএম ৪-৩ গোলে সিএসই ডিপার্টমেন্টকে এবং টাইব্রেকারে এমএসই ডিপার্টমেন্ট ৩-২ গোলে বিইসিএম ডিপার্টমেন্টকে পরাজিত করেছে।
খুলনা গেজেট/এএজে
