বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

কুয়েটে ফুটসাল টূর্নামেন্টের ১২টি খেলা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শাহ্ সিমেন্ট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্টর শনিবার (১০ জানুয়ারি) ১২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে সিএসই ডিপার্টমেন্ট ২-১ গোলে এআরসিএইচ ডিপার্টমেন্টকে, আইইএম ডিপার্টমেন্ট ১-০ গোলে টিই ডিপার্টমেন্টকে, এমটিই ডিপার্টমেন্ট ১-০ গোলে ইএসই ডিপার্টমেন্টকে, ইসিই ডিপার্টমেন্ট ২-০ গোলে ইএসই ডিপার্টমেন্টকে, সিএসই ডিপার্টমেন্ট ১-০ গোলে এমই ডিপার্টমেন্টকে এবং বিইসিএম ডিপার্টমেন্ট ১-০ গোলে টিই ডিপার্টমেন্টকে পরাজিত করেছে।

এছাড়া ইউআরপি ও ইসিই, এলই ও কেমিক্যাল, এমএসই ও এমই, সিই ও ইইই এবং কেমিক্যাল ও ইইই ডিপার্টমেন্টের মধ্যকার ৫টি ম্যাচ ড্র হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন