শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

পেসারদের স্বর্গে ব্যাট হাতে চিরাচরিত বিধ্বংসী রূপে হাজির হলেন ট্রাভিস হেড। ইতিহাস গড়ে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করলেন অজি ওপেনার। যতক্ষণে আউট হলেন, তখন আর ইংল্যান্ডের জন্য কিছু বাকি রইলো না। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া। সেটিও আবার টেস্টের মাত্র দ্বিতীয় দিনে।

অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজের ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে। এবার অজিরা জিতল ৮ উইকেটে। ২০৫ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া খরচ করেছে মোটে ২৮ দশমিক ২ ওভার। উইকেটের পতন হয়েছে মাত্র দুটি। ১৬টি চার ও ৪টি ছক্কার মারে মাত্র ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেড। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকলেন মার্নাস লাবুশেনে।

অ্যাশেজ সিরিজের প্রথম তথা পার্থ টেস্ট যেন রূপ নিয়েছিল পেসারদের লড়াইয়ে। অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। সদ্য শেষ হওয়া টেস্টে বোলাররা কতটা রাজত্ব করছে, তা প্রথম বাক্যেই অনুমান করা যায়। দুই ইনিংসে যথাক্রমে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা দাঁড়ায় ২০৫ রানের।

প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অলআউট হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ইংলিশরা যখন দ্বিতীয় ইনিংস শেষ করল, স্টিভেন স্মিথদের সামনে দুইশ পেরোনো লক্ষ্য কঠিনই মনে হয়েছিল। কিন্তু সব হিসাব বদলে দিয়েছেন উসমান খাজার জায়গায় ওপেন করতে নামা ট্রাভিস হেড। ব্যাট হাতে তার চিরাচরিত আগ্রাসী রূপই দেখা গেল প্রথম ইনিংসে গতির ঝড় তোলা আর্চার-কার্স-স্টোকসের সামনে। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন হেড। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক এই তারকা ওপেনারের সেই সেঞ্চুরি অজিদের হয়ে টেস্টে সবচেয়ে দ্রুততম। এর আগে ১৯২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরি সেঞ্চুরি করেন ৬৭ বলে। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ২০১২ সালে টেস্টে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান ৬৯ বলে। তার সমান বল খেলে পার্থে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করলেন হেড।

হেড অবশ্য ইতিহাস গড়েছেন ৪টি ছক্কা হাঁকিয়ে। অ্যাশেজে টেস্টের এক ইনিংসে ন্যূনতম চারটি ছক্কা হাঁকানোর নজির নেই আর কোনো ওপেনারের। রোমাঞ্চকর এই লড়াইয়ের ১৪৩ বছরের ইতিহাসে হেড প্রথম এই কীর্তি গড়লেন। চতুর্থ ইনিংসে বোলারদের স্বর্গভূমিতে দাঁড়িয়ে এমন সেঞ্চুরি হয়তো টেস্ট ইতিহাসেও স্মরণীয় এক ইনিংস হয়ে থাকবে। ৩১ বছর বয়সী এই ব্যাটারের আগ্রাসনে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি বদলে গেছে। জয়ের নাগাল পেয়ে যায় অস্ট্রেলিয়া।

অবশ্য সেঞ্চুরির পর দলের জয় পর্যন্ত আর টিকতে পারেননি। ব্রাইডন কার্সের বলে উড়িয়ে মারতে গিয়ে হেড ওলি পোপকে ক্যাচ দিয়েছেন। অভিষিক্ত ওপেনার জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ৭৫ এবং ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েছিলেন হেড। তার বিদায়ের পর স্টিভ স্মিথকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লাবুশেনে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন