বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শততম টেস্টে মুশফিকের এক রানের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগে থেকেই একটা উত্তেজনা বিরাজ করছিল সবার মাঝে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের জন্য একটু বিশেষই বটে। আসলে ম্যাচটা বিশেষ হওয়ার উপলক্ষ্য হচ্ছেন মুশফিকুর রহিম। এই ম্যাচটি তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট। নিজের শততম টেস্ট ম্যাচটা অবশ্য বিশেষভাবেই রাঙাতে চাইবেন মুশফিক।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই ইতিহাসের পাতায় নিজের নামটা স্থায়ীভাবে খোদাই করলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন ৩৭ বছর বয়সী মুশফিক।

নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি ছিল ১১ জন ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁতে পারলে ১২তম ক্রিকেটার হিসেবে এমন মাইলফলক পেতে পারেন মুশফিক। অন্যদিকে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে একশ টেস্টের মাইলফলক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

নিজের শততম টেস্ট ম্যাচে মুশফিক ব্যাট করতে নামলেন পাঁচ নম্বরে। একটু একটু করে রান তুলে পূরণ করলেন নিজের হাফ-সেঞ্চুরি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু দিন শেষে আটকে রইলেন ৯৯-এ। নিজের শততম টেস্টে সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হবে গোটা একটা রাত।

শততম টেস্ট উপলক্ষ্যে মুশফিকুর রহিমকে বিশেষ ক্যাপ পরিয়ে দিলেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে তার হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান। মুশফিকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া তার অভিষেক টেস্টের একাদশে থাকা ক্রিকেটারদের কয়েকজনও উপস্থিত ছিলেন মাঠে।

পরবর্তীতে তাকে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি। সব ছাপিয়ে তাই পুরো দলের চেয়ে সকালটা নিজের করেই নিয়েছিলেন মুশফিক।

শুধু সকালই নয়, প্রথম সেশনের শেষভাগ থেকে শুরু করে তৃতীয় সেশন শেষ হওয়া পর্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট করে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। তাকে সঙ্গ দেয়া লিটন দাসও হাফ সেঞ্চুরি পাননি। বাংলাদেশের ৪ ব্যাটারেরই উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন