হংকং, চায়নার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। তবে আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশে জামালকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামের নেপালের বিপক্ষের এই ম্যাচে প্রত্যাশিত ভাবে খেলছেন হামজা চৌধুরী। সাথে তরুণ জায়ান আহমেদ। তবে মঙ্গলবার রাতে ঢাকায় আসায় শমিত সোমকে একাদশে রাখেননি এই স্প্যানিশ কোচ। বদলি হিসেবে নামতে পারেন কানাডা প্রবাসী এই ফুটবলার। কিউবা মিচেলেরও বদলি হিসেবে নামার সম্ভাবনা আছে।
আজকের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মোরসালিন, শমিত সোম ও শাকিল আহাদ তপু। একাদশে ঢুকেছেন সোহেল রানা সিনিয়র, জামাল ও ফয়সাল আহমেদ ফাহিম। এদের মধ্যে চোটের কারণে দলেই নেই মোরসালিন।
নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
গোলরক্ষক : মিতুল মারমা।
রক্ষণভাগ: সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ।
মধ্যমাঠ: জামাল ভূইয়া, হামজা চৌধুরী সোহেল রানা ও সোহেল রানা সিনিয়র।
আক্রমণভাগ: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।

