শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২
জাহানারা ইস্যুতে উত্তাল ক্রীড়াঙ্গন

তামিমের শঙ্কা, বুলবুল বললেন দোষীদের বিন্দুমাত্র ছাড় নয়

ক্রীড়া প্রতিবেদক

জাহানারা আলম ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জ্যোতি ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি। বিশেষ করে মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন পেসার জাহানারা। এ বিষয়টি খতিয়ে দেখতে বিচারপতি (অব.) তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির দুই সদস্য হলেন ব্যারিস্টার সরওয়ার সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি মাধ্যমে আমরা অভিযোগের বিষয়টি দেখেছি। যদিও আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়েছে। তারা সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করবেন।’

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদকে একটি কপি দেবেন তারা।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বিসিবি পরিচালক রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে চাই। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

এদিকে জাহানারা ইস্যুতে আবারও সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জানান, বিসিবির গঠিত তদন্ত কমিটি নিয়ে শঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। সরকারি পর্যায় থেকে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন