আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।
এই টুর্নামেন্টের জন্য গত মঙ্গলবার (৪ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার ডাক পেলেও জায়গা পাননি মাহফিজুল হক রবিন। সাম্প্রতিক সময়ে ছন্দে থেকেও ইমার্জিং এশিয়া কাপে তার জায়গা না পাওয়া খানিকটা অপ্রত্যাশিতই।
ইমার্জিং এশিয়া কাপের দলে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ওপেনার জাওয়াদ আবরার। এ ছাড়া রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আরেক লেগ স্পিনার স্বাধীন ইসলাম। যুবা দলে খেলা অবস্থায় আবরার-স্বাধীনরা ‘এ’ দলে থাকলেও ঘরোয়াতে পারফর্ম করা রবিনের জায়গা হয়নি এই দলে।
সবশেষ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও রান করেছিলেন তিনি। ১৩৯ স্ট্রাইকরেটে করেন ১৯৪ রান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ দলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন সেঞ্চুরির দেখা, সবমিলিয়ে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে আছেন রবিন।
এমন ছন্দে থাকলেও কেন জায়গা হল না রবিনের? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে রবিন স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের।’
তিনি আরও বলেন, ‘শুধু রবিন না যারাই পারফরম্যান্স করছে সবার দিকে চোখ রয়েছে, নজর রয়েছে, কেউ হারিয়ে যাবে না। একটা পজিশনের জন্য তো আসলে আমি অধিক কাউকে নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’
ভবিষ্যতে রবিনের সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, ‘সাদা বলে আরো ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।’
‘সে হয়তো যা করেছে তার জন্য এই তিনজনের (ওপেনার) ভিতরে আসতে পারেনি। আরেকটু ভালো করলে হয়তো এখানে না হলে অন্য জায়গায় থাকবে শুধু এ টিমে থাকবে এমন না, তার থেকেও বড় দলে থাকবে।’-যোগ করেন তিনি।
যুব দলে খেলা জাওয়াদ আবরারকে ‘এ’ দলে নেয়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘তার ব্যাটিংকে আর একটু ভালো চ্যালেঞ্জে ফেলানোর জন্য নিয়ে এসেছি। মানে বড় চ্যালেঞ্জের জন্য আসলে, সামনে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে যাবে দুবাইতে এশিয়া কাপ। সে আফ্রিকা, শ্রীলঙ্কাসহ কয়েকটা সিরিজে রান করেছে, দেখি আরেকটু বেটার দলের সাথে এখানে কি করতে পারে। তার কিছু প্রতিভা নিশ্চয়ই রয়েছে যে কারণে নজর পড়েছে।’
এইচপি দলে বেশ কয়েকজন লেগ স্পিনার রয়েছেন। তাদের রেখে ‘এ’ দলে জায়গা দেওয়া হয়েছে যুব দলের স্বাধীন ইসলামকে। এই লিগ স্পিনারকে দলে রাখার ব্যাখা দিয়ে লিপু বলেন, ‘স্বাধীন তো বাকিদের থেকে একটু আলাদা। এই ট্যুরে না থাকলে তো এবার রংপুরের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতো। আসলে তার কিছু ভালো দিক রয়েছে এ কারণে আসলে তাকে ডাকা হয়েছে।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড- জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।
খুলনা গেজেট/এনএম

