সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দকে দ্বিগুণ করতে চোখ কপালে তোলা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল (রোববার) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে শিরোপা জেতা ভারত দলের জন্য ৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই বিশাল অঙ্কের অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেয়া হবে।

ফাইনালে শেফালি বর্মা ও দীপ্তি শর্মার ব্যাটে ভর করে ২৯৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে অধিনায়ক লরা ওলভার্টের লড়াকু সেঞ্চুরির পরও প্রোটিয়ারা ২৪৬ রানে থামে। তাতে ঘরের মাঠে সমর্থকের সামনে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরমনপ্রীত কৌরের দল।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া এই জয়কে ভারতের নারী ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে। এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।’

বিসিসিআইয়ের পুরস্কারের পাশাপাশি, বিশ্বচ্যাম্পিয়ন ভারত দল আইসিসি থেকেও পেয়েছে প্রায় ৫৫ কোটি টাকা, যা নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ অর্থ পুরস্কার।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন