ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ভারতের নারী দল ও দক্ষিণ আফ্রিকার নারী। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
মেঘলা আকাশের কথা মাথায় রেখে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে খেলা। আবারও বৃষ্টি বাধা না হলে খেলা হবে পুরো ৫০ ওভারই। এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দুদলের দেখায় ভারতকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম পর্বে দুদলেই ৭টি করে ম্যাচ খেলে, ৭ ম্যাচের ৫টিতে জয় ও ২টি পরাজয়ের শিকার হয় দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ৭ ম্যাচের ৩টি জয়, ৩টিতে পরাজয় এবং ১টি পরিত্যাক্ত হয় ভারতের।
প্রথম পর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখে আফ্রিকা, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্রোটিয়ারা। অপরদিকে, ৭ ম্যাচে ৭ পয়েন্ট সেমিতে পা রাখে ভারত, সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
ভারত একাদশ : শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ : লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।

