নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টির কারণে এখনও টস করাই সম্ভব হয়নি।
জানা গেছে, টস শুরুর কিছু সময় আগেই মাঠে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি শুরু হলে কাভার দিয়ে মাঠ ঢেকে রাখে মাঠ কর্মীরা। যে কারণে খেলা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টস করা সম্ভব হয়নি। বৃষ্টি দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের অপেক্ষা বাড়িয়েই চলেছে। এই অবস্থায় সমর্থকদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসে। কখন থেকে ওভার-কর্তন শুরু হবে? ফলের জন্য সর্বনিম্ন কত ওভার খেলতে হবে? আবার আজ খেলা না হলে কি হবে, রিজার্ভ ডে কি আছে? রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি থাকে তাহলে ম্যাচের ফলাফল কি হবে?
নির্ধারিত সময়ের ২ ঘণ্টার মধ্যেও খেলা শুরু করা না গেলে ওভার কর্তন শুরু হবে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৩টায়, অর্থাৎ ওভার কাটা যেতে থাকবে সাড়ে ৫টা থেকে। আর ফলের জন্য সর্বনিম্ন ২০ করে খেলতে হবে। আজ ২০ ওভার করে খেলা সম্ভব না হলে ম্যাচ চলে যাবে রিজার্ভ ডেতে।
কিন্তু সমস্যা হল, আগামীকাল সোমবারের পূর্বাভাসও খুব একটা ভাল নয়। সে দিনও ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আম্পায়ারেরা চেষ্টা করবেন যে করেই হোক রোববার পুরো খেলা আয়োজন করার। সেটা না সম্ভব হলেই তবেই রিজ়ার্ভ ডে-তে খেলা গড়াতে পারে। আর সেখানেও যদি খেলা শেষ করা না যায় তাহলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে দুই দলই আগে কোনও দিন নারী বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই চাইবে একক ভাবে প্রথম বিশ্বকাপ জিততে। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও প্রত্যাবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে। এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দুদলের দেখায় ভারতকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের প্রথম পর্বে দুদলেই ৭টি নকরে ম্যাচ খেলে, ৭ ম্যাচের ৫টিতে জয় ও ২টি পরাজয়ের শিকার হয় দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ৭ ম্যাচের ৩টি জয়, ৩টিতে পরাজয় এবং ১টি পরিত্যাক্ত হয় ভারতের। প্রথম পর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখে আফ্রিকা, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্রোটিয়ারা। অপরদিকে, ৭ ম্যাচে ৭ পয়েন্ট সেমিতে পা রাখে ভারত, সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
খুলনা গেজেট/এএজে

