মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

ডিসেম্বরে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী মধ্য ডিসেম্বর ভারতে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে। ইতোমধ্যে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে।

সম্ভাবনা রয়েছে- সিরিজের ম্যাচগুলো কলকাতা ও কটকে আয়োজন করা হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।

ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত খসড়া অনুযায়ী আমরা ১৪ বা ১৫ ডিসেম্বর সফরে যেতে পারি। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে আয়োজকদের পক্ষ থেকে ওই সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেয়ার অনুরোধ করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর থেকে নারী জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে যাচ্ছে বিকেএসপিতে। তবে ফিটনেস উন্নয়নের লক্ষ্যে লিগে খেলছেন না টিম ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারকেও বিশ্রাম দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে অতিরিক্ত চাপ ও ইনজুরি এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।

এদিকে সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশ টিম সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়ে আট দলের মধ্যে সপ্তম স্থান অর্জন করে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। টুর্নামেন্ট শেষে ২৮ অক্টোবর দেশে ফেরেন ক্রিকেটাররা এবং বর্তমানে তারা সংক্ষিপ্ত বিশ্রামে আছেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় পুরুষ দলের সম্ভাব্য সফর স্থগিত থাকলেও, নারী দলের সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে। ডিসেম্বরেই নিগার সুলতানার নেতৃত্বে দলটি দেশটিতে সফর করবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন