নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ওপনোর ফোবি লিচফিল্ড। তিনে নামা এলিস পেরি এবং ছয়ে নামা আসলে গার্ডনার দারুণ ফিফটি করেছেন। তাদের ব্যাটে এক বল থাকতে অলআউট হওয়ার আগে ৩৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি। নির্ভার ব্যাটিংয়ে দু’জন ১৫৫ রান যোগ করেন। ২৮তম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও তিনটি ছক্কা আসে। বেথ মোনি (২৪) উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড (৩)। তবে তিনে নামা পেরির ৮৮ বলে ৭৭ রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলিয়া নারী দল। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। দলের রান বড় করে নেন গার্ডনার। তিনি ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি করে চার ও ছক্কা তোলেন। রান আউটে সাজঘরে ফেরেন তিনি।
শুধু গার্ডনার নন দলের রান বাড়িয়ে নিতে ডাবল-সিঙ্গেলের পথে হেঁটে লোয়ার অর্ডারের তাহলিয়া ম্যাকগ্রা (১২) ও কিম গ্রার্থ (১৭) রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। ভারতের হয়ে শ্রী চরনী ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন। এর মধ্যে দীপ্তি খরুচে ছিলেন। একটি করে উইকেট নেন আমনজিৎ কর ও রাধা যাদব। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পা রেখেছে। ভারত-অস্ট্রেলিয়ার জয়ী দল শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী হবে।
খুলনা গেজেট/এএজে

