মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বিসিবির হাতে

ক্রীড়া প্রতি‌বেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অবশেষে জমা পড়েছে। গত আগস্টে প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার (২৮ অক্টোবর) বিসিবি ৯০০ পৃষ্ঠার এই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেল।

সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও মাসখানেক দেরিতে এটি হাতে পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাধীন তদন্ত কমিটির এই বিশদ প্রতিবেদনে কেবল দুর্নীতি নিয়ে পর্যালোচনা করা হয়নি, একই সঙ্গে বিপিএলের পরিচালনাগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এছাড়া এসব দুর্বল জায়গা সংস্কারের জন্য সুপরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া উন্নত করা, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগা কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে তদন্ত কাজ শেষ হলেও এখনই সব তথ্য প্রকাশ করবে না বিসিবি। বোর্ড জানিয়েছে, চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে তারা মন্তব্যও করেনি। বিসিবি স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে এবং আইসিসির দুর্নীতি দমনের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত চালাবে।

গত আগস্টেই বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে। তিনিই বিপিএলের স্বাধীন তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনটি নিয়ে পরবর্তী কাজ করবেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন