মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

টেস্টের নেতৃত্বে মুমিনুলের না

ক্রীড়া প্রতিবেদক

পছন্দের টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম ক্যারিয়ারের শেষ বেলায় নেতৃত্ব নেবেন না বলে জানা গেছে। মুমিনুল হক প্রস্তাব পেয়েও না করেছেন। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে ফেরার ব্যাপারে আগ্রহী নন। বাকি থাকেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ বা লিটন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেনি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে শান্তকে মাঠে কথা বলতে দেখে অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতে চেষ্টা করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, টেস্টের নেতৃত্ব নিয়ে কোনো কথা হয়নি তাদের মধ্যে। ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বলেন, ‘শান্তর সঙ্গে ব্যাটিং নিয়ে কথা হয়েছে ফাহিম ভাইয়ের। ও তো টেস্টের ক্যাপ্টেন্সি করবে না।’

বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে মুমিনুল হক বলেন, ‘বোর্ড থেকে আমাকে ফোন করা হয়েছিল। স্যার (নাজমুল আবেদীন ফাহিম) জানতে চেয়েছিলেন অধিনায়কত্ব নিতে রাজি আছি কিনা। আমি বলেছি, এখন নিতে চাই না।’

মেহেদী মিরাজ ওয়ানডের পর টেস্টের নেতৃত্ব নিতে আগ্রহী হলেও বিসিবি কর্মকর্তারা রাজি হচ্ছেন না বলে জানা গেছে। সে ক্ষেত্রে বাকি থাকেন বাঁহাতি তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস। এই দুজন থেকে একজনকে বেছে নিতে হবে বিসিবিকে। এই দুজনের সঙ্গেও ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে যোগাযোগ করা হয়নি।

গুরুত্বপূর্ণ একজন পরিচালক বলেন, ‘লিটন টেস্টে ধারাবাহিক না। একজন অভিজ্ঞ টেস্ট ক্রিকেটারকে অধিনায়ক করা গেলে ভালো হতো। ওরা তো রাজি হচ্ছে না। তাইজুলের কথা কেউ কেউ বলেছে, তার আগ্রহও আছে। বাস্তবতা হলো অনেক কিছুই তো দেখতে হয় অধিনায়ক ঠিক করার ক্ষেত্রে। শেষ পর্যন্ত লিটনকেই হয়তো বেছে নিতে হবে। এ ছাড়া কোনো গতি দেখি না।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন