বৃষ্টির আগে বেশ ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় রানের গতি বাড়ায় বাংলাদেশ। তবে ততক্ষণে আর খুব বেশি ওভার বাকি নেই। মিডল অর্ডারে সোবহানা মোসতারি দারুণ ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলেই তিন অঙ্ক ছুঁতে পেরেছে বাংলাদেশ।
মুম্বাইয়ে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ডিএল মেথডে নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন শারমিন আক্তার।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
