অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। শনিবার (২৫ অক্টোবর) দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে প্রথম শ্রেনির ক্রিকেটের ২৭তম আসর। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই ম্যাচ চলাকালে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রথম দিনে বরিশাল ও খুলনা বিভাগের ম্যাচে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন রাব্বি। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও আপাতত হাসপাতালে নেয়া লাগেনি তাকে।
দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই আসরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল। জানা যায়, গরমের কারণেই অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান জাতীয় দলের জার্সিতে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলা ৩৮ বছর বয়সী রাব্বি।
তার পরিস্থিতি সম্পর্কে ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান গণমাধ্যমকে জানান,‘রাব্বি এখন কিছুটা ভালো আছেন। আমরা হাসপাতাল নেয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি বললেন কিছুটা বেটার ফিল করছেন এবং ড্রেসিং রুমে চলে গেছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনা আমাদের সামনেই ঘটেছে, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, হঠাৎ মাটিতে পড়ে যান। পরে আমরা দেখেছি পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে এবং চোখেও সমস্যা দেখা দিয়েছে। আমরা ভাবলাম স্ট্রোক করল কি না। পরে অ্যাম্বুলেন্স আসে, কিন্তু ড্রেসিং রুমে গিয়ে বলেছে ভালো অনুভব করছে। আমরা পরামর্শ দিয়েছি হাসপাতালে যাওয়ার জন্য, তবে এখন তিনি ভালো আছেন এবং যেতে চাচ্ছেন না। তবে এরপর আর ফিল্ডিং করতে নামেননি তিনি।’
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
