বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

ক্রীড়া প্রতিবেদক

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী বিশ্বকাপের পর আর দেখা যাবে না। তার আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। দলটির সঙ্গে মিশে গেছে তার সবকিছু। এই দলের হয়ে শীঘ্রই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

কোহলির মতো ক্রিকেটার আরসিবির সঙ্গে থাকায় দলটির ব্র্যান্ড ভেল্যুও অনেক। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে আরসিবির আর্থিক খাতে। আইপিএল থেকে অবসরের ভাবনায় নতুন করে আর কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না কোহলি।

রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন।

এদিকে মাঠের ক্রিকেটেও কোহলির শেষের ছাপ স্পষ্ট। লম্বা সময় দলটিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ মৌসুমের আগেও তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটাতে রাজি হননি তিনি। তরুণ রজত পাতিদারকে দেওয়া হয় অধিনায়কত্ব। অর্থাৎ, নেতৃত্বেও বিকল্প তৈরির চেষ্টা করছে আরসিবি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন