বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য আগেভাগেই ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে এবার কোনো প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না ফেডারেশন।

সাধারণত হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের হলেও শনিবার (১১ অক্টোবর) রাতে ঘোষিত দলে রাখা হয়েছে ২০ জনকে। এ বিষয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেয়া সম্ভব নয়। এ জন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহের ক্যাম্প করবে। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের তরুণরা।

নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরে দলটির কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের বাছাই সিরিজে অংশ নেবেন। সেই সিরিজ শেষে ১৮ নভেম্বর ভারত যাওয়ার কথা রয়েছে দলের। টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইয়েও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

বাংলাদেশ হকি ফেডারেশন আশাবাদী, এ আয়োজন তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এবং ভবিষ্যতে জাতীয় দলে নতুন মুখ এনে দেবে।

বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-২১ হকি দল
আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন