অভিষেক দাসের কথা মনে আছে? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের নামই ভুলতে বসেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। জটিল পিঠের ইনজুরিতে দীর্ঘ সাড়ে পাঁচ বছর ছিলেন মাঠের বাইরে। দীর্ঘ বিরতির পর মাঠে নামার দ্বিতীয় ম্যাচেই ঝলক দেখালেন তিনি। ব্যাট হাতে খুলনাকে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে নিয়ে গেছেন এই অলরাউন্ডার।
সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারায় খুলনা বিভাগ। টস হেরে চট্টগ্রাম আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু খুলনা রান তাড়ায় নামার আগেই শুরু হয় বৃষ্টি। ৯ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৮ রানের। শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত খুলনাকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিষেক ও নাহিদুল ইসলাম।
তাতে শুরুতে বেশ চাপেই পড়ে গিয়েছিল খুলনা। ৫ ওভার শেষে ৩০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। অভিষেক যখন উইকেটে আসেন তখন জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ৪৮ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে আফিফ হোসেন আউট হয়ে গেলে আরও বিপদে পড়ে খুলনা।
সপ্তম উইকেটে সব বিপদ উড়িয়ে দেন অভিষেক ও নাহিদুল। ২০ বলে ৫১ রানের অপরাজিত জুটি গড়েই মাঠ ছাড়েন তারা। ১১ বলের ইনিংসে ৩ ছক্কা আর ২ চারে ১১ বলে ২৭ রান করেন অভিষেক দাস। ৯ বলে ২১ রান আসে নাহিদুলের ব্যাট থেকেও।
এর আগে, পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৪৫* রান করেন ইয়াসির রাব্বি। ৩৯ রান করে আউট হন ইরফান শুক্কুর। ব্যাটিংয়ে ঝলক দেখানো নাহিদুল বল হাতেও ছিলেন সফল। ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
চট্টগ্রামের ফাইনালের স্বপ্ন অবশ্য এখনো মাটির সাথে মিশে যায়নি। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে পারলে ফাইনালে আবারও খুলনার মুখোমুখি হবে দলটি।
খুলনা গেজেট/এএজে

