বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

হংকং বিপক্ষে সমতায় ফিরলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে ঢাকা স্টেডিয়ামে ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। হামজা দেওয়ান চৌধুরীর গোলে বাংলাদেশ শুরুতে লিড নিলেও প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল হজম করেছে। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে হংকং এর বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরুতেই হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে হংকংয়ের ডি বক্সের ডানদিকে ফ্রি কিক পায় বাংলাদেশ। আর হামজার নেওয়া কোনাকুনি ফ্রি কিক শট হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪০+৫) গোল শোধ দেয় হংকং।

এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বল বাংলাদেশের বক্সের সামনে ঘুরে-ফিরে হংকংয়ের এভারটন কামারগোর সামনে আসে।

তিনি গোললাইনের সামনে থেকে আলতো করে টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন