শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বিসিবির স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে সোমবার। সেখান থেকে ২৫ পরিচালক নির্বাচিত হন। পরে ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পাওয়া ইশফাক আহমেদ বাদ পড়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের ভোটে সহ-সভাপতি (এক) হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিসিবির স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব বন্টন করা হয়েছে।

এতে বিসিবির সভাপতি বুলবুল তিনটি কমিটির প্রধানের দায়িত্ব নিয়েছেন। কমিটি তিনটি হলো- বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান এবং ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির প্রধান। তবে বিসিবির সাবেক সভাপতি এবং নবনির্বাচিত কমিটির সহসভাপতি ফারুক আহমেদ কোন কমিটির দায়িত্ব পাননি।

বিসিবির গুরুত্বপূর্ণ একটি কমিটি হলো ক্রিকেট অপারেশন্স। ওই কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। অর্থ কমিটির প্রধান করা হয়েছে এম নাজমুল ইসলামকে। ডিসিপ্লিনারি কমিটির প্রধান হয়েছেন ফায়াজুর রহমান, গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ইসতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ আকবরকে।

আম্পায়ার্স কমিটিতে ছিলেন ইফতেখার রহমান মিঠু। তাকে ওই কমিটির দায়িত্বে রাখা হয়েছে। মার্কেটিং কমিটির প্রধান করা হয়েছে চমক দিয়েছেন সহসভাপতি হওয়া শাখাওয়াত হোসেনকে। মিডিয়া কমিটির প্রধান করা হয়েছে আমজাদ হোসেনকে। নারী উইংয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবির সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক।

বিসিবির কমিটির দায়িত্বে যারা:

ওয়ার্কিং কমিটি – আমিনুল ইসলাম বুলবুল
গ্রাউন্ডস কমিটি – আমিনুল ইসলাম বুলবুল (সভাপতি), রাহাত শামস (সদস্য)
বিপিএল গভর্নিং কাউন্সিল – আমিনুল ইসলাম বুলবুল (সভাপতি) ইফতেখার রহমান মিঠু (সদস্য সচিব)
ক্রিকেট অপারেশন্স – নাজমুল আবেদীন ফাহিম
ফাইন্যান্স কমিটি – নাজমুল ইসলাম (সভাপতি), আমজাদ হোসেন (সহসভাপতি)
মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল – শাখাওয়াত হোসেন
ডিসিপ্লিনারি – ফাইজুর রহমান মিতু
গ্রেম ডেভেলপমেন্ট – ইশতিয়াক সাদিক
টুর্নামেন্ট কমিটি – আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি – আসিফ আকবর
হাইপারফরম্যান্স – খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স – রাহাত শামস
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট – শানিয়ান তানিম নাভিম
আম্পায়ার্স কমিটি – ইফতেখার রহমান মিঠু
মেডিক্যাল কমিটি – মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ – আবুল বাশার (সভাপতি), হাসানুজ্জামান (সহসভাপতি)
মিডিয়া কমিটি – আমজাদ হোসেন
অডিট – মুখলেছুর রহমান খান
উইমেন্স উইং – খান আব্দুর রাজ্জাক
লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল – ইয়াসির মোহাম্মদ ফয়সাল
সিকিউরিটি কমিটি – মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম – আদনান রহমান দীপন (সভাপতি), ফায়জুর রহমান (সহসভাপতি)
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি – জুলফিকুর আলি খান
ওয়েলফেয়ার কমিটি – মোকছেদুল কামাল

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন