বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

অভয়নগরে আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগরে আরাফাত রহমান কোকো আরদ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মঙ্গলবার হয়েছে । সাতক্ষীরা কলারোয়া ফুটবল একাডেমি বনাম খুলনা এজাক্স ফুটবল ক্লাব এর মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান এবং সরকারি অধ্যাপক সেলিম হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নুরজালাল, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠুন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রথম শ্রেণীর রেফারি ইব্রাহিম হোসেন, সাবেক খেলোয়াড় ও সংগঠক গাজী ফসিয়ার রহমান, মশিয়ার রহমান, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাবেক খেলোয়াড় কামাল হোসেন, ক্রীড়া সংগঠক ওহিদুজ্জামান ওহিদ প্রমূখ ।

এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার শুরুতেই প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সি পরিহিত সাতক্ষীরা কলারোয়া সাইফুল ইসলাম একমাত্র গোল করে দলকে এগিয়ে নেন।

শত চেষ্টা করেও খুলনা এজাক্স ফুটবল ক্লাব সে গোল আর শোধ করতে পারেনি। ফলে কলারোয়া সাতক্ষীরা জেলা ফুটবল একাডেমী ১-০ গোলে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা দলের সাইফুল ইসলাম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন