বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

১৭৮ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান নারী দলকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে ইংল্যান্ডের কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না রুবাইয়া হায়দার-নিগার সুলতানারা। ব্যাটিং ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে ফিফটি পেয়েছেন সুবহানা মুস্তারি। আর শেষদিকে ঝোড়ো ৪৩ রান করেছেন রাবেয়া খান। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।

গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা।

গত ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিক আজ ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরু পেয়েছিলেন। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৬ চারে ৫২ বলে করেছেন ৩০ রান।

ঝিলিক দ্রুত ফেরায় শক্ত ভিত পেতে গুরু দায়িত্ব ছিল জ্যোতির কাঁধে। তবে অধিনায়ক পুরোপুরি ব্যর্থ। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক ডাক খেয়ে ফেরায় সেটার প্রভাব পড়ে রানরেটে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ।

এক প্রান্তে সুবহানা মুস্তারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে দেড়শ রান করা নিয়েও শঙ্কা জেগেছিল।

তবে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন রাবেয়া খাতুন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মুস্তারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন