প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনেও লেটার মার্ক তুললেন নাসুম আহমেদ-শরিফুল ইসলামরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। তিন অঙ্ক ছোঁয়ার আগে ৮ উইকেট হারায় আফগানিস্তান। তাতে অলআউটের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত অলআউট না হলেও দেড়শর ছোঁয়ার আগেই থামে তাদের ইনিংস।
শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন রাসুলি।
নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান।
তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই ফিরেছেন। তাতে ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন রশিদ খান। আফগান অধিনায়ক উইকেটে এসেই শট খেলার চেষ্টা করেন। আর তাতে হিতে বিপরীত হয়েছে! এক চার ও ছক্কায় ৭ বলে ১২ রানে থেমেছেন তিনি।
শেষদিকে এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন দারউইস রাসুলি। ২৯ বলে ৩২ রান করেছেন তিনি। এ ছাড়া দশ নম্বরে ব্যাট করতে নামা মুজিবউর রহমানও দারুণ ব্যাটিং করেন। ১৮ বলে অপরাজিত ২৩ রান করেন তিনি। তার কল্যাণেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানিস্তান।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
