ওয়ানডে নারী বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারতের মেয়েরা। ভারত বিশ্বকাপ যাত্রা ঘরের মাঠে জয় দিয়ে শুরু করলেও পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের কাছে হেরে গেছে বড় ব্যবধানে। তাই আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ। দুই প্রতিবেশীর হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ এ।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে গ্রুপ পর্ব, সুপার ফোরের পর ফাইনালেও পাকিস্তানকে হারিয়েছিল ভারত। মহাদেশীয় আসরের সেই রেশ না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটি। তবে ছেলেরা নয়, এবার লড়াইয়ের ময়দানে নামছে মেয়েরা।
মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। দু’দলের মুখোমুখি দেখাতেও ভারতের মেয়েদের জয়জয়কার। আন্তর্জাতিক ক্রিকেটে দু’দল ২৭ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। যেখানে ভারত এগিয়ে রয়েছে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ভারত। পাকিস্তানের তিনটি জয়ই টি-টোয়েন্টিতে।
এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। তাই ছেলেদের মতো মেয়েদের ম্যাচেও যে সব ছাপিয়ে রাজনৈতিক আঁচ টের পাওয়া যাবে, তা বোঝা যাচ্ছে আগে থেকেই। নারী বিশ্বকাপেও দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর সম্ভাবনাই বেশি।
ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন। তিনি বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই নজর থাকে আমাদের।’
অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ক্রিকেটীয় সংস্কৃতি মেনে খেলার অপেক্ষায়। তিনি বলেন, ‘বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি সব রকমভাবে মেনেই খেলার চেষ্টা করব।’
এবার বিশ্বকাপে সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে রান রেটের বিচারে ভারত রয়েছে চতুর্থ স্থানে। আর পাকিস্তানের মেয়েরা বাংলাদেশের কাছে হেরেছে বড় ব্যবধানে। তাই পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নেয়াই লক্ষ্য ভারতের। আর পাকিস্তানের মেয়েদের লক্ষ্য, হারের ক্ষত ভুলে জয়ের ধারায় ফেরা। এখন ম্যাচের ফল কি হয়, সেটাই দেখার বিষয়।
পাকিস্তান একাদশ
মুনিবা আলী, সাদাফ সামস, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাটালিয়া পারভেজ, ডায়না বেগ, নাসরা সানধু ও সাদিয়া ইকবাল।
ভারত একাদশ
প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্দানা, হারলিন দেওল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমিমা রড্রিগুয়েজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, রেনুকা সিং, ক্রান্তি গৌদ ও শ্রী চরনি।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
