তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডে খুলনা জেলা দল ও ঝিনাইদহ জেলা দলের খেলা রবিবার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ উপভোগ করার জন্য খুলনার ফুটবল প্রেমী দর্শকদের আহবান জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
গত ১৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে খুলনা ২—১ গোলে গোপালগঞ্জকে পরাজিত করে এবং ২১ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফিরতী ম্যাচটি ১—১ গোলে ড্র হয়। ফলে দু’ম্যাচ মিলে খুলনা ৩—২ গোলে জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়।
দলের খেলোয়াড়রা হলেন- শান্ত কুমার রায়, মো. সাব্বির খা, খান মো. তারা, মাহফুজুর রহমান বাব, মো. মুরসালিন, তপু তরফদার, মো. শাহীন, সোহেল রানা, সাইফুল ইসলাম, মো. হৃদয় হাওলাদার, সোহাগ গাজী, রাজু সানা, নাজমুল, ফয়জুল করিম, মো. রবিউল ইসলাম, সাব্বির হোসাইন, সানজিদ জামান পিয়াস, মো. সাব্বির, সুজন শেখ, মো. আব্দুর রাজ্জাক হিরু।
স্ট্যান্ডবাই : অরবিট রায়, হীরক মন্ডল ও হৃদয় বৈরাগী।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
