শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে: সোহান

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। এমন ম্যাচ জয়ের পরেও আলোচনায় বাংলাদেশ দলের ব্যাটিং। ১৫১ রানের জবাবে ১০৯ রানের ওপেনিং জুটিতে টাইগারদের জয়টা প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে মাঝে ব্যাটিং কলাপ্সে ১১৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে জাকের আলীর দল।

সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান। মাঝের ওভারে ভুতুড়ে ব্যাটিং আগেও হয়েছে বহুবার। এ অবস্থা কাটিয়ে উঠতে মিডল অর্ডারে দ্রুত উন্নতির তাগিদ দিয়েছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘মাঝে ৪-৫ ওভারে আমরা অনেক উইকেট হারিয়েছি। ক্রিকেট টিম গেম। টিম হিসেবে আমাদের উন্নতি করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। উইকেট অনেক ভালো ছিল। তামিম, ইমন (তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন) ভালো শুরু করেছে। মাঝে কলাপ্স করেছি।’

সোহান আরও বলেন, ‘সময়ের সাথে সাথে শারজাহর উইকেট ভালো হয়। শুরুতে ৫-৬ ওভারে কিছু ময়েশ্চার ছিল পরে উইকেট খুব ভালোই ছিল। টি-টোয়েন্টি ক্রিকেট রানের খেলা। আমার কাছে মনে হয় যেখানে ফেইল করেছি এখান থেকে কীভাবে উন্নতি করা যায় এটা দেখতে হবে। এই সমস্যাটা নতুন না, যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে। এখানে সময় এসেছে উন্নতি করার।’

ব্যাটারদের ভঙ্গুর দশা নিয়ে সোহান বলেন, ‘দেখেন এশিয়া কাপে ভাল সুযোগ ছিল, মিস করেছি। সেখান থেকে যে ভুলগুলো হয় সেগুলো যতটা কমানো যায় অই চেষ্টা করি। এশিয়া কাপের পর প্রথম ম্যাচ, জেতা জরুরি ছিল। একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি। মাঝে হয়ত কিছু কলাপ্স হয়েছে। তবে আশা করি পরের ম্যাচে ভালোভাবে এখানে উন্নতি করতে পারব।’

মাইন্ডসেটেও উন্নতির সুযোগ দেখছেন সোহান, ‘আমরা এরকম গুরুত্বপূর্ণ সময়ে মাইন্ডসেটের জন্য ফেইল করি অনেক সময়। শুরু ভালো হয়েছিল। স্পিনে যেহেতু তারা বিশ্বমানের, আমাদের ভেতরেই একটু ডাউট শুরু হয়েছিল। আমার মনে হয় এখানে স্কিলে আমাদের উন্নতির জায়গা আছে অনেক। আফগানিস্তানের বিশ্বমানের স্পিন বোলার আছে। তাদের বিপক্ষে কীভাবে হোমওয়ার্কটা করব এটা জরুরি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন