দারুণ বোলিংয়ে শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারের ঝোড়ো ইনিংসে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।
শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেছেন এই অফ স্পিনার। সাজঘরে ফেরার আগে ১০ বলে ১৫ রান করেছেন তিনি। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সাদিকুল্লাহ অটল। ১২ বলে ১০ রানের বেশি করতে পারেননি তিনি।
এরপর দারউইস রাসুলি-মোহাম্মদ ইশাকরা দ্রুতই ফিরেন। এ দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।তাতে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ।
১৮ বলে ১৮ রান করে গুরবাজ আউট হলে ভাঙে বড় হতে থাকা পঞ্চম উইকেট জুটি। এরপর গুরবাজও ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০ রান।
শেষদিকে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তাসকিনকে ১৮তম ওভারে তিন ছক্কা হাঁকান তিনি। সেই ওভারেই আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২৫ বলে ৩৮ রান করেছেন তিনি। এ ছাড়া ১২ বলে অপরাজিত ১৭ রান করেছেন শরাফুদ্দিন আশরাফ।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
