বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোতে পাকিস্তানের নারী দলকে দারুণ বোলিংয়ে গুঁড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। পেসার মারুফা আক্তারের দুর্দান্ত শুরু এবং এরপর স্পিনারদের দাপটে দিশেহারা হয়ে যায় প্রতিপক্ষ। টাইগ্রেসদের দারুণ বোলিং নৈপুণ্যে ৩৮.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন মারুফা আক্তার। তার সুইংয়ে কেঁপে ওঠে পাকিস্তানের টপ অর্ডার।
মাঝের ওভারগুলোতে মারুফার গতিময় বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখেন স্পিন বিভাগের বোলাররা। নাহিদা আক্তার ও রাবেয়া খানদের ঘূর্ণি বিষে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ফলে দলের সংগ্রহ দেড়শর কোটা পেরোনোর আগেই থেমে যায়।
খুলনা গেজেট/এমএম