দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। ফলে দেশগুলো এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। আগস্টের শেষদিকেই অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ (দক্ষিণ কোরিয়া ও জাপান) ও সময় ঘোষণা করেছিল ব্রাজিল। সে উপলক্ষ্যে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ভিনিসিয়ুস-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র।
ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরম্যান্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
গতকাল (বুধবার) রিও ডি জেনেইরোতে আনচেলত্তি ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের দলে না থাকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোয়েসকে ডেকেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। এখন পর্যন্ত তিনি তিনবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন। এবারই প্রথম নিজের সাবেক ক্লাব শিষ্য রদ্রিগোকে ডেকেছেন আনচেলত্তি। এ ছাড়া সেপ্টেম্বরে হওয়া প্রথম ম্যাচে কার্ডজনিত সমস্যায় এক ম্যাচ নিষিদ্ধ থাকা ভিনিসিয়ুসকেও বাইরে রেখেছিলেন।
এদিকে, ইতালিয়ান এই কিংবদন্তি কোচের স্কোয়াডে নেইমার ছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োসের। সম্প্রতি লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে বলে গত শুক্রবার জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিয়োসও চোটের কারণে খেলার বাইরে আছেন। এ ছাড়া আনচেলত্তির প্রথম দুবার ঘোষিত স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো বাদ পড়েছেন।
আসন্ন দুটি প্রীতি ম্যাচ নিয়ে গত আগস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। গত মে মাসে আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর ৪ ম্যাচে তারা ২ জয় এবং একটি করে ড্র ও হার দেখেছে। ২০২৬ বিশ্বকাপে যাওয়ার আগে বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম।
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : বেন্তো, এডারসন, হুগো সোসা
ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র
খুলনা গেজেট/এনএম