বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
বিসিবি নির্বাচন

পরিচালক পদে প্রার্থী চূড়ান্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান। বিসিবি নির্বাচনে মোট ১৬টি আবেদন প্রত্যাহার করা হয়েছে। ১৬ আবেদনই নির্বাচন কমিশনে গৃহীত হয়েছে।

অর্থাৎ চূড়ান্ত তালিকায় মোট ৩৪ প্রার্থী বিসিবি নির্বাচন অংশ নেবেন। নির্বাচন হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুরে; আর বাকি বিভাগগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন প্রার্থীরা।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় ঘটনা ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। শুধু তামিমই নন, তার প্যানেলের আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বিসিবির নির্বাচনী অঙ্গনে উত্তাপ কিছুটা কমে এসেছে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর এখন কেবল তিনটি বিভাগেই ভোটের লড়াই হবে। অন্যান্য বিভাগ ও ক্যাটাগরিতে একক প্রার্থী থাকায় তারা সরাসরি নির্বাচিত হবেন।

বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা

ক্যাটাগরি-১

ঢাকা বিভাগ (নির্বাচন হবে)
১. মো. আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. নাজমুল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)
৩. এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)

রাজশাহী বিভাগ (নির্বাচন হবে)
১. হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)
৩. এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)

রংপুর বিভাগ (নির্বাচন হবে)
১. মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)
৩. মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
চট্টগ্রাম বিভাগ:
১. আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা)

খুলনা বিভাগ:
১. খান আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মো. জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা)

সিলেট বিভাগ:
১. রাহাত সামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)

বরিশাল বিভাগ:
১. মো. শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি-২ (ক্লাব)
১. মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)
২. ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
৩. আদনান রহমান (দীপন) (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)
৪. ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)
৫. আবুল বাশার (প্রাইম ধলেশ্বর স্পোটিং ক্লাব)
৬. আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব)
৭. শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)
৮. একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব- এ)
৯. মো. মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোটিং ক্লাব)
১০. মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)
১১. এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)
১২. ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)
১৩. মেজর ইমরোজ আহমেদ (অবঃ) (কাঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)
১৪. মো. রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়রস)
১৫. মো. মনজুর আলম (রেগুলার স্পোটিং ক্লাব)
১৬. মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র)

ক্যাটাগরি-৩
১. দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
২. মো. খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেট খেলোয়াড়, বিসিবি কর্তৃক)।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন