সোমবার (২৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। অন্য ক্লাবগুলো ফুটবলার ছাড়লেও মোহামেডান ক্লাব তাদের খেলোয়াড় ছাড়েনি। ফিফার নিয়ম অনুযায়ী ৭২ ঘন্টা আগে তারা খেলোয়াড় ছাড়বে না এমনটা জানিয়েছিল। তবে ক্যাম্প শুরুর ২৪ ঘন্টা পর ক্লাবটির সেই অবস্থান বদলেছে। আজ সন্ধ্যায় জাতীয় দলে ডাক পাওয়া মোহামেডানের ৬ ফুটবলার টিম হোটেলে রিপোর্টিং করবে।
মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘ফুটবলের বৃহত্তর স্বার্থে আমাদের ক্লাব পরিচালকবৃন্দ এবং টেকনিক্যাল কমিটি খেলোয়াড় ছাড়ার ব্যাপারে মতামত প্রদান করেছে। অন্য ক্লাবগুলোও যেহেতু ছেড়েছে এজন্য আমাদের ফুটবলারদেরও আজ রাতের মধ্যে জাতীয় দলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।’ জাতীয় দলের ম্যানেজার আমের খানও একই বার্তা পেয়েছেন, ‘মোহামেডানের খেলোয়াড়রা আজ ক্যাম্পে যোগ দেবে। আগামীকাল থেকে অনুশীলন করবে। ফাহমিদুল আজ ক্যাম্পে যোগ দিয়েছে।’
মোহামেডান খেলোয়াড় না ছাড়ার পেছনে ফিটনেস ও কম্বিনেশন নিয়ে কোচের কাজ করার কথা জানিয়েছিল। এখন খেলোয়াড়দের ছাড়লে সেই কাজ পরিপূর্ণ হবে না কোচ আলফাজের। এ নিয়ে ম্যানেজার নকীবের বক্তব্য, ‘হ্যাঁ, এটা তো সমস্যা হবেই। এরপরও অন্য ক্লাবগুলো যেহেতু ছেড়েছে এবং ফুটবলের জন্য আমরাও ছাড়ছি।’
মোহামেডানের ডাক পাওয়া ৬ ফুটবলারের মধ্যে সুমন রেজার খানিকটা ইনজুরি ও অধিনাকয় মেহেদী মিঠুর জ্বর রয়েছে। এরপরও তারা ক্যাম্পে যাবেন। তারা রিপোর্ট করার পর জাতীয় দলের কোচিং স্টাফ তাদের অনুশীলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অন্য চার ফুটবলার জাহিদ শান্ত, রহমত মিয়া, সুজন হোসেন ও শাকিল আহাদ তপু স্বাভাবিক অবস্থায় রয়েছেন। মোহামেডানের গোলরক্ষক সুজন ক্যাম্পে না থাকায় আজ সকালে পাপ্পুকে ডেকেছিলেন ক্যাবরেরা।
জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের মোহামেডান ক্লাব কখনো ছাড়েনি এমন ঘটনা ঘটেনি আগে। তবে এবার খেলোয়াড় না ছাড়ার পেছনে লিগের ফিকশ্চার, ঘরোয়া প্রতিযোগিতা নিয়ে ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা না করা অন্যতম কারণ। আজ দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে মোহামেডানের ম্যানেজার সৌজন্য সাক্ষাত করেন। সেই সময় তিনি লিগের ফিকশ্চারের অসঙ্গতি সহ নানা অসঙ্গতি তুলে ধরেন।
সভাপতির সামনে লিগের নাম পরিবর্তন সহ আরো অনেক বিষয় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করেই লিগ কমিটির পদক্ষেপ নেয়ার সমালোচনাও করেছেন মোহামেডানের ম্যানেজার। তাবিথ-নকীব আলোচনার সময় ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী, ফেডারেশনের সহ-সভাপতি সাব্বের আহমেদ আরেফ, নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরি উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম