এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শুরুতে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দারুণ এক ইনিংস খেলেছেন তিলক ভার্মা। ২ বল থাকতে ৫ উইকেটের জয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে এটা ভারতের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৬ সালে সবশেষ জিতেছিল তারা। সব মিলিয়ে এশিয়া কাপে এটা ভারতের নবম শিরোপা। ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ফাইনালের নায়ক তিলক ভার্মা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহাদেশীয় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৪ রান করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামানে। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটি পাওয়া ফারহান ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে বরুণ চক্রবর্তী। তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব। কুলদীপ যাদবের বলে বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৪ রান।
দলীয় ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরই যেন ধস নামে পাকিস্তানের ইনিংসে। মোহাম্মদ হারিস-সালমান আলি আগারা দাঁড়াতেই পারেননি। বাকিদের আসা যাওয়ার মাঝেও ফখর জামান এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন। তবে ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি। শেষ ২০ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় তারা।
বোলিংয়ে ভারতের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন কুলদীপ। দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।