বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মহাদেশীয় আসরের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিনি পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তবে গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত ছিল দলটি। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতে- দুটিই ভারতের বিপক্ষে।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), হোসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ ও আবরার আহমেদ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন