শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

৩০ মিনিটেই হামজাদের ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’

ক্রীড়া প্রতিবেদক

দুপুর দুইটায় বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। ৩০ মিনিটের মধ্যেই ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচের সাধারণ গ্যালারি টিকিট বিক্রি হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।

জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। ক্লাব হাউজ ১ হাজার। আধ ঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি অনেকটা আশ্চর্যজনক। এ নিয়ে তাজওয়ার বলেন, এটা অবশ্যই ভালো সংবাদ৷ আমরা অনলাইনেও দেখেছি টিকিট স্মুথলি গ্রহণ করেছেন গ্রাহক। আপনারা তদন্ত করে দেখেন কোনো অনিয়ম পান কিনা, আমাদের বলেন তদন্ত করব।

সিঙ্গাপুর ম্যাচে উগান্ডা থেকে টিকিট কেনার ঘটনা ঘটেছিল। এবার দেশের বাইরে কোন কোন দেশ থেকে টিকিট সংগ্রহ হয়েছে এমন প্রশ্নের উত্তরে তাজওয়ার বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে টিকিট সংগ্রহ বেশি করতে দেখা গেছে। পরবর্তীতে আরো দেখে বিস্তারিত বলতে পারব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন