বিপিএল আয়োজন প্রক্রিয়া নিয়ে ১৫ দিন আগেও তোড়জোড় ছিল বিসিবিতে। ১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভা শেষে সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি সম্পন্ন করে দ্রুত টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রম এগিয়ে নেবেন।
এরপর ১৫ দিন পেরিয়ে গেলেও বিপিএল আয়োজনের কার্যক্রমে কোনো অগ্রগতি হয়নি। আইএমজির সঙ্গে চুক্তি পর্যন্ত করতে পারেনি ক্রিকেট বোর্ড। বিসিবির নির্বাচনের আগে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব কিনা জানে না গভর্নিং কাউন্সিল।
বিসিবি কর্তারা এ মাসের শুরু থেকে নির্বাচনমুখী হওয়ায় ক্রিকেটীয় গুরুত্বপূর্ণ কাজগুলো মন্থর হয়ে গেছে। ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের আগ্রহেও কিছুটা ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে। কারণ তিনি নিজেও নির্বাচন নিয়ে ব্যস্ত। ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচন করবেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চেষ্টা করছে আগামী চার বছরের জন্য তাঁকে সভাপতি নির্বাচিত করতে। সভাপতি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ক্রিকেটীয় কার্যক্রম ব্যাহত হওয়া বড় কারণ। এ মুহূর্তে কর্মকর্তাদের মনোযোগ বিপিএলে না থাকাটা অস্বাভাবিক নয়।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীনও সভাপতি বুলবুলের মতো ফোন ধরছেন না। গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুবুল আনামকে বিসিবির কার্যক্রমে তেমন একটা দেখা যাচ্ছে না। ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের পর ক্রিকেট থেকেও সরে যেতে পারেন তিনি।
১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি বিপিএলের সম্ভাব্য স্লট ঠিক করে রেখেছে গভর্নিং কাউন্সিল। ওই স্লট ঠিক রাখা সম্ভব হবে কিনা বলতে পারেন না কর্মকর্তারা। কারণ হলো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবেন। এ ছাড়া সিদ্ধান্ত নিতে দেরি করলে পেশাদার ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া কঠিন হতে পারে।
এক্ষেত্রে আগের মতো জোড়াতালির বিপিএলে হতে পারে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ মাথায় রেখে। ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলেও দল গোছাতে হিমশিম খাবে। আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে থাকবে অনিশ্চয়তা। কারণ আইএল টি২০ লিগ মাঠে গড়াবে ডিসেম্বরের শুরুতে। এসএ টি২০ লিগও চলবে বিপিএলের সমান্তরালে।
তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ কাছাকাছি সময়ে হলে ক্রিকেটাররা বিশাল সম্মানী দাবি করতে পারেন। অথচ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএল খুবই গুরুত্বপূর্ণ একটি টি২০ লিগ।
এ কারণে নাজমুল আবেদীন জোর দিয়ে বলেছিলেন, বিপিএল আয়োজনের ব্যাপারে অনড় তারা। এ রকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে শুধু বিশ্বকাপের প্রস্তুতিই নয়, ক্রিকেটারদের রুটিরুজিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এম.আর