বুধবার । ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ । ২রা আশ্বিন, ১৪৩২

এক বছরে বেশি ছক্কার রেকর্ড গড়লেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে চার পরিবর্তন এনে ওপেনিংয়ে সুযোগ পান সাইফ হাসান। তবে তিনি শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে ভর করেই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবেও তানজিদ ছুঁয়েছেন নতুন মাইলফলক।

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল টাইগাররা। সেই ম্যাচে একটি ছক্কা মেরে রেকর্ড গড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন। তার ব্যাটেই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ২৩ ছক্কার মালিকানা আসে। সঙ্গী ওপেনার তানজিদের সঙ্গে চলছিল সেই রেকর্ড ভাঙা–গড়ার লড়াই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতায় পিছিয়ে পড়েন তানজিদ।

আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি ইমনের। আর সেই ম্যাচেই তাকে ছাড়িয়ে যান তানজিদ। ফিফটির পথে তিনটি ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ ছক্কার মালিক হন তিনি। ২৩ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে এখন ইমন।

ব্যক্তিগত রেকর্ডের ম্যাচে দলকেও এগিয়ে নিয়েছেন তানজিদ। বাঁহাতি এই ওপেনার নূর আহমেদের বলে বাউন্ডারিতে ধরা পড়ার আগে খেলেন ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৩টি ছক্কা।

শুধু তাই নয়, আবুধাবির মাটিতে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন তানজিদ। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। একই সংখ্যক বলে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। আবুধাবিতে সবচেয়ে দ্রুততম ফিফটি আফগান ওপেনার মোহাম্মদ ওয়াসিমের (২১ বলে, ২০২৩) আর দ্বিতীয় দ্রুততম রহমানউল্লাহ গুরবাজের (২৬ বলে, ২০২১)।

তানজিদের দ্বিতীয় ছক্কাতেই দলীয় রেকর্ড পূর্ণ করে বাংলাদেশ। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছয়ের নতুন মাইলফলক স্পর্শ করে টাইগাররা। গত বছর ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এবার মাত্র ৬ ম্যাচ কম খেলেই সেটি ছাড়িয়ে গেছে তারা। এখন পর্যন্ত ২০২৫ সালে বাংলাদেশের ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬।

খুলনা গেহেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন