বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের খারাপ অবস্থা এবং টানা বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
একদিনের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায়, খেলার জন্য পুনরায় মাঠ প্রস্তুত হতে আরও কয়েকদিন সময় লাগবে বিধায় স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। দেশের ঘরোয়া টুর্নামেন্টটি কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এনসিএল টি-টোয়েন্টির গত আসরটি সিলেটেই অনুষ্ঠিত হয়েছিল, তবে এবারের আসরে দুটি নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয় রাজশাহী এবং বগুড়া। তবে বৃষ্টির কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
বগুড়া ও রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের খেলা শুরু হওয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে লিগ শুরু করা সম্ভব হয়নি। আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ায় বগুড়ার দুই দিনের ম্যাচ সরিয়ে নেয়া হয় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে রাজশাহীতেও একই পরিস্থিতি। অবিরাম বৃষ্টিতে কোনো ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। গতকাল যেমন খেলা হয়নি, আজও হয়নি।
এদিকে, টুর্নামেন্ট কমিটি ১৭ থেকে ২০ সেপ্টেম্বরের সূচি ঘোষণা করেছিল তবে দুপুরেই তারা বৈঠকে বসে এবং লিগ স্থগিতের সিদ্ধান্ত নেয়। নতুন সূচি নির্ধারণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই জানানো হবে।
খুলনা গেজেট/এমআর