মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আবুধাবিতে আজ (১৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। হাইভোল্টেজ এই ম্যাচে সাম্প্রতিক ইতিহাসে কিছুটা এগিয়ে হলেও এগিয়ে রয়েছে আফগানিস্তান। তবে ব্যাট হাতে লিটন দাস ও বল হাতে রশিদ খানের ব্যক্তিগত রেকর্ডগুলো এই ম্যাচে যোগ করবে বাড়তি রঙ।

ম্যাচের আগে দেখে নিন কিছু পরিসংখ্যান, যা আপনার নজরে রাখা উচিত-

এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ বার মুখোমুখি হয়েছে। এর মাঝে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। ২০১৪ সালে প্রথম দেখায় বাংলাদেশ জিতলেও মুখোমুখি শেষ দেখায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরেছিল টাইগাররা।

এর ম্যাচে লিটন দাসের সামনে আছে বড় মাইলফলক। আর মাত্র ২৭ রান করলেই সাকিব আল হাসানকে (২,৫৫১) ছাড়িয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ টি–টোয়েন্টি রান সংগ্রাহক হবেন তিনি। এদিকে লিটন দাসই দুই দলের লড়াইয়ে সবচেয়ে সফল ব্যাটসম্যান। ১০ ম্যাচে দুই অর্ধশতকসহ ২২৭ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১০৯.৬৬।

বাংলাদেশের বিপক্ষে খেলা আফগানিস্তানের ১২ ম্যাচের সবগুলোই খেলেছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। এ সময় তিনি মোট ২২০ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক রেট ১১৮.২৭। এদিকে দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি রশিদ খান। এখন পর্যন্ত ১১ ম্যাচে তার শিকার ২২ উইকেট। গড় ১০.৫৪, ইকোনমি মাত্র ৫.৫২।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন