দুবাই কিংবা আবুধাবি; টস জিতলে এখন পর্যন্ত শুরুতে বোলিংয়ের পথেই হেঁটেছে দলগুলো। আরব আমিরাতের মতো দলের বিপক্ষে শুরুতে বোলিং করেছে ভারত। অথচ ভারতের বিপক্ষে মহারণের ম্যাচে টস জিতেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ওপেনার সাইম আইয়ূব ফিরে যান। পরের ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। রান পাননি আগা, হাসান আলী কিংবা মোহাম্মদ নওয়াজরা। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৯ উইকেটে ১২৭ রানে থেমেছে তাদের ইনিংস।
পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪০ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। সেজন্য ৪৪ বলের মুখোমুখি হয়ে তিনটি ছক্কা ও একটি চার মারেন তিনি। দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন নয় নম্বরে ব্যাটিংয়ে নামা বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। তিনি ১৬ বলে চার ছক্কায় ৩৩ রান করেছেন। এছাড়া ফখর জামানের ব্যাট থেকে ১৫ বলে ১৭ রান আসে।
পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছে ভারতের স্পিন বিভাগ। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ও বা-হাঁতি অফ স্পিনার অক্ষর প্যাটেল ৪ ওভার করে হাত ঘুরিয়ে সমান ১৮ রান দিয়ে ৩ ও ২ উইকেট তুলে নেন। ডানহাতি লেগি বরুণ চক্রবর্তী নেন ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। পেসার জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট দখল করেন।
খুলনা গেজেট/এএজে