ভাগ্যের খেলায় টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব শঙ্কা উড়িয়ে মাঠে নামছে দুই দল। আবুধাবিতে লড়াইয়ে নামার আগে ভাগ্যের খেলায় টস জিতেছে পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, আমরা আগে ব্যাটিং করব। আমরা ভালো ক্রিকেট খেলছি। আজকের ম্যাচ নিয়েও রোমাঞ্চিত। উইকেট স্লো মনে হচ্ছে। তাই আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে রান জমাতে চাই।

দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই নিজেদের মুখোমুখি ভারত-পাকিস্তান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে। ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টের টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড ৯৩ বল হাতে রেখে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত।

ভারতের একাদশ : শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন