আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে হবে। সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল নির্দিষ্ট দিন-তারিখ।
বিসিবি নির্বাচনের এক নির্বাচন কমিশনার বলেন, আগামী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। ২৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল। আর ভোটগ্রহণ ৪ অক্টোবর। এবারের নির্বাচনে পোস্টাল ভোট দেয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি।
গত ৬ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। তার সঙ্গে কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।
খুলনা গেজেট/এএজে